আজকের শব্দকল্পদ্রুম
(মূল কবিতা – সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম ) ঠাস ঠাস দ্রুম দ্রাম, নেই কোনো খটকা এ আওয়াজ আজ চেনা, গুলি গোলা পটকা। চারিপাশে ত্রাহি রব, ভয়ে কান বন্ধ - স্টেডিয়াম জুড়ে শুধু বারুদের গন্ধ। ফুটবলে মেতেছিল, সুখ তবু নাই রে ! ফাটল ও বোমাখানা দুই ক্রোশ বাইরে ! অক্ষত বাড়ি ফেরা, শুধু এইটুকু আশ, বিধাতার অবিচারে উড়ে যায় ট্রেন-বাস ! বুকে বেঁধে বোমা-ভেস্ট আসে দেখ ঐ রে ! নাই কোনো দয়ামায়া, ভয়ডরও নাই রে ! কত বেশি লোকে মরে, শুধু এই চিন্তা - ভিড়মাঝে খুলল সে, গ্রেনেডের পিনটা। এক নয়, দুই নয়, তিনখানা ফাটে রে ! নিমেষেতে উড়ে গেল তিনশত প্রাণ রে ! থিয়েট...