Posts

Showing posts from June, 2018

বিশ্বকাপ

(মূল কবিতা – সুকুমার রায়ের আহ্লাদী ) খেলছে ওরা বুক চিতিয়ে, আমরা হেথায় হল্লা দি, জিতলে পরেই মাথায় তুলি, হারলে তবে গোল্লা দি। সি-আর, হামেস, সালার পায়ে কারসাজিটা দেখতে পাই, পোগবা, হ্যারি, টনির গোলেও, চিল্লানোতে কমতি নাই ৷ ব্রাজিল ভাবে জিতবে তারা, খেলবে তাদের নেইমারে, কোথায় খেলা? শুধুই নাটক! ফেলছে হেসে ফ্যাক ক'রে ৷ ইডেন-কাকু খেলছে ভালো, নিচ্ছে ঠিকই গোল খুঁজে, ইভান লুকার পায়ের কাজে হারছে মেসি মুখ বুজে৷ লড়ছে দেখি ইরান জাপান, সাধ্যমত যেমন যার, নাইজিরিয়াও যুদ্ধ করে, যেমন করে স্যুইটজার ৷ এসব দেখে ভাবছি মোরা, বাঁধছি আশা সব বুকে- খেলবে ভারত, সুনীল জেজে, চারটে বছর পর থেকে।