মেঘ-বৃষ্টি-রোদ্দুর

হাসি আনন্দ সুখে ভরা
এক বসন্ত দিন শেষে -
ফ্যাকাসে মেঘের সহসা হানা
বিষণ্ণ বিকেল আসে।

মনখারাপের ভ্রূকুটি
আর দুশ্চিন্তার ভাঁজ ;
রুক্ষ ধরার শুষ্ক চাউনি -
'বৃষ্টি আসুক আজ'।

ক্লান্ত জীবন শ্রান্ত হয়
তবুও মনে ভরসা,
রাত পোহালেই ঘুচবে দুঃখ
আসবে আবার বর্ষা।

 

Comments

Popular posts from this blog

A three-day affair with Mexico City

An African Diary : A marvellous journey inside the Maasai Mara

অভ্যেস