অভ্যেস
অভ্যেস বড়ো খারাপ। সেবার তোর জন্মদিনে একটা কবিতা লিখে ফেলেছিলাম। অভ্যেসের বশেই হয়তো বা, ফোনটাও হাতে তুলে নিয়েছিলাম ঠিক রাত বারোটায়। মনে পড়ল, তোর নাম্বারই নেই এখন ফোনে - স্পিড ডায়ালের প্রথম স্লটটা আজও খালি। খানিক ভেবে একটা চিঠিই লিখে ফেললাম, আর পাঠানো হয়নি। ড্রয়ারের এক কোণে রয়ে গেছে বরাবরের মতো। আজ আবার একটা জন্মদিন - আমার। সেই সকাল থেকে বার দশেক ফোনের দিকে তাকিয়েছি। আবারো চাইলাম একটু আগে, আবারো নিঃশব্দে হাসল ফোনটা, ব্যঙ্গ না সহানুভূতি বুঝলাম না, শুধু অভ্যেসে মনে করিয়ে দিল - অভ্যেস বড়ই খারাপ।