একা
মাঝরাত্তিরে একলা সাথী
কফির কাপে ধোঁওয়া;
আবছা আঁধার তোকেই খোঁজে -
মনখারাপের ছোঁওয়া।
তুষারপাতের ঠান্ডা হাওয়ায়
বাজছে করুণ সুর -
আজকে বড়ই অবুঝ স্মৃতি;
তোর নেশাতেই চুর।
রাত কিবা দিন শুধু তুইময়,
তোর চিন্তায় মগ্ন;
আজ তবু ঘরে একা বসে রই
আমি, কফি আর স্বপ্ন।
কফির কাপে ধোঁওয়া;
আবছা আঁধার তোকেই খোঁজে -
মনখারাপের ছোঁওয়া।
তুষারপাতের ঠান্ডা হাওয়ায়
বাজছে করুণ সুর -
আজকে বড়ই অবুঝ স্মৃতি;
তোর নেশাতেই চুর।
রাত কিবা দিন শুধু তুইময়,
তোর চিন্তায় মগ্ন;
আজ তবু ঘরে একা বসে রই
আমি, কফি আর স্বপ্ন।
Comments
Post a Comment