চলা

সাগরমাঝে ছোট্ট একটা দ্বীপ, যেন
রূপকথারই সবপেয়েছির দেশ -
স্বপ্নালু চোখে চাই, আনন্দ খুঁজি হেন,
চাই না তো কোনো দুঃখ-কষ্ট-ক্লেশ।
খুঁজে ফিরি সেই সুখ; যদি জোটে,
বুঝেও বুঝি না, জীবন সেথা থেমে -
দিনগুলো সব ছদ্মসুখেরই বটে,
মুক্তি খুঁজি অগাধ জলে নেমে।
দূরপানেতে ভাসছে দেখি তরী,
আমার মতই লক্ষ্যহারা বুঝি;
সাঁতরে গিয়ে আঁকড়ে তাকে ধরি,
একসাথেতে সুখের হদিশ খুঁজি।
সেই যে শুরু, তিনটি বছর পার;
চলছি তবু, হর্ষ সদাই মনে,
জীবনতরী বাইব জীবনভর -
ঝঞ্ঝা যতই আসুক ঈশানকোণে।

Comments

Post a Comment

Popular posts from this blog

A three-day affair with Mexico City

An African Diary : A marvellous journey inside the Maasai Mara

অভ্যেস