আশা
চৈতী বিকেল, কালবোশেখী দমকা বেগে,
নিঝুম ধরায় আমিই বুঝি একলা জেগে;
ফিরছে দেখো পাখির দল ওই আপন নীড়ে-
হঠাৎ কিরম হিংসে হল ওদের দেখে।
জানিস কেন? ওরাও বাঁচে বন্ধু সাথে,
একলা আমিই একলা থাকি দিন বা রাতে;
তুই ছিলি মোর একলা দিনের জীবনসাথী,
আজ বেভুলে নেই সেই হাত আমার হাতে।
ভুল করেছি? ভুলের মাশুল জীবনভর
গুনব আমি, ভুলব সবই আপনপর।
চাই যে শুধু বাঁচব আবার নতুন করে,
সব ভুলে আজ, বাঁধবি সাথে নতুন ঘর?
নিঝুম ধরায় আমিই বুঝি একলা জেগে;
ফিরছে দেখো পাখির দল ওই আপন নীড়ে-
হঠাৎ কিরম হিংসে হল ওদের দেখে।
জানিস কেন? ওরাও বাঁচে বন্ধু সাথে,
একলা আমিই একলা থাকি দিন বা রাতে;
তুই ছিলি মোর একলা দিনের জীবনসাথী,
আজ বেভুলে নেই সেই হাত আমার হাতে।
ভুল করেছি? ভুলের মাশুল জীবনভর
গুনব আমি, ভুলব সবই আপনপর।
চাই যে শুধু বাঁচব আবার নতুন করে,
সব ভুলে আজ, বাঁধবি সাথে নতুন ঘর?
Comments
Post a Comment