একটি কবিতা, দাদার ডায়েরি থেকে

বুঝতে পারলে কিন্তু আকাশটা বদলাত না,
কিংবা নক্ষত্রর আলোও যেত না নিভে।
শুধু স্বপ্নটা বদলে যেত,
বোঝা না বোঝার জটিল গ্রাফটা আমার মাথায় ঢোকে না,
শুধু স্বপ্ন বদলের দিনলিপিটুকু বুঝি,
বুঝতে পারলে সময়ের বিচ্ছিরি মারপ্যাঁচে কেউ পড়ত না,
শুধু আমি বদলে যেতাম। 

আকাশটা বদলায় বলেই সে এত সুন্দর,
নয়ত একঘেয়ে আকাশের বুকে যদি নক্ষত্ররা জ্বলেই রইত,
তবে স্বপ্নটাতেও মরচে পড়ত না কি?
মানছি তোমার স্বপ্নটা ইস্পাতের নয়,
পেঁজা তুলোর হলেও - স্বপ্ন তো একটাই,
বদলে গেলে স্বপ্ন যে আর স্বপ্ন থাকে না,
কাজেই সন্ধ্যাতারার চুরি যাওয়া আলোয় হলেও
একটাই স্বপ্ন দেখো।

Comments

Popular posts from this blog

An African Diary : A marvellous journey inside the Maasai Mara

A three-day affair with Mexico City

বিশ্বকাপ