প্রথম প্রেম
সেই বাড়িতে প্রথম দেখা
গল্প-গানের মজলিশে -
মনের মাঝে ফুটল যে ফুল
সামলায় তারে আজ কিসে।
গল্প-গানের মজলিশে -
মনের মাঝে ফুটল যে ফুল
সামলায় তারে আজ কিসে।
একাকীত্বের ধ্বজা বয়ে শুধু
দিন কাটে নাকো আর,
শেষ শরতের গোধূলিবেলায়
জমল পাড়ি সৈকতে,
জলের ছোঁওয়ায়, মধুর হাওয়ায়
মন উড়ে যায় কোন রথে।
তানপুরা-বীণা-সঙ্গীতে পটু
প্রেয়সী মনের মতো,
শ্রীজাত শোনায় গানের ফাঁকে,
বসন্ত সমাগত।
তার প্রেম নাকি 'বিকশিত হেম
নাই কোনো কাম-গন্ধ',
আধভিজে ঠোঁট তবু দুরুদুরু
একফোঁটা নেই সন্দ।
দেহ-মন আজ চায় শুধু তাকে,
প্রথম প্রেমের দাবী -
ঋষি থেকে আজ সাধারণ নর
খুলল মনের চাবি।
Comments
Post a Comment