মনস্বিতা
কৃশকায় দেহ, শ্যামলা বর্ণ, খরখরে দাড়ি গালে,
ভাবুক চাহনি ইতিউতি চায়, চিন্তার ছাপ ভালে,
বহু আগে কাচা হলদেটে এক পাঞ্জাবী পরনেতে -
আনমনা যুবা বটগাছতলে বসে খাতা-পেন হাতে।
বহুজনে বলে কবি হওয়া শুধু জীবনের ভুলচুক,
আমি তবু হায়, ওর কবিতায় পাই অবিরাম সুখ।
গুটি গুটি পায়ে এগিয়ে চলি সে বটগাছটার পানে,
কাছে যেতে কবি মুখ তুলে চায়, হৃদয়ে আঘাত হানে;
"নাম কি তোমার?" জিজ্ঞাসে কবি, অন্তর্ভেদী দৃষ্টি;
"চাই না সে নাম, হতে চাই শুধু তব অপরূপ সৃষ্টি,
নিজের কলমে গড়ে নাও তুমি আমার জীবনখানি।"
হতবাক কবি কিছু পরে বলে খাতা-পেন কাছে টানি,
"রঞ্জনা নয় বেলা বোসও না, নয় সেন বনলতা -
আজ হতে তুমি বিখ্যাত হলে রূপসী মনস্বিতা।"
Comments
Post a Comment