আলসেমি
আলসেমিটা জাঁকিয়ে বসে মনের মাঝে দিনকে দিন।
বছর পঁচিশ কাটল সবে,
চল্লিশটা যেদিন হবে -
শয্যা ছেড়ে উঠব কিনা সেই আশাটা বড়ই ক্ষীণ!
তোর ডাকেতে খেলতে গেলাম কাল বিকেলে ক'মাস পরে -
মিনিট পাঁচেক যেই ছুটেছি,
বার দুই তিন বল পিটেছি,
"আর কেন হে! ক্ষান্ত দে", হাড়ক'খানা বিরোধ করে।
থমকে দাঁড়াই চুলকে মাথা, অনেক ভাবি এপাশ ওপাশ -
"শরীরের নাম মহাশয়,
যা সওয়াবে তাইই সয়",
বলেই গেছেন মহান লোকে, হৃদয়মাঝে নতুন আশ।
সইল না তো শরীরখানি, আফসোসেতেই মরি;
কাঁদছে ব্যথায় মাংসপেশী,
ধুঁকছে দেখ হাড়ের রাশি,
আর কি করা! এখন শুধু খসবে গাঁটের কড়ি।
এবার থেকে দিব্যি জানি, 'আলসেমিটাই সবচে ভালো';
আর হব না ভুলেও রাজি -
শরীর নিয়ে মামদোবাজি?!
মিথ্যে কেন আমায় বলা, ঘি কেন আর ভস্মে ঢালো!
Comments
Post a Comment