সহজিয়া
"বুড়ো এক আধধেড়ে",
ছোট্ট খুকু চোখ পাকিয়ে বলল আমায় তেড়ে,
"তোমার সাথে আড়ি!
কিসব লেখো ছাইপাঁশ সব সহজ ছড়া ছাড়ি,
কত্ত কঠিন লেখা -
ইশ্কুলে তো হয়না দেখি এসব বলা শেখা।"
করুণ মুখে বলি,
"আর ভুল নয়, এবার থেকে তোমার কথায় চলি;
লিখব নতুন কিছু -
সেথায় পাবে আম-কলা আর কাঁঠাল কিংবা লিচু;
সবুজ তোতা-টিয়ে,
গাইবে তারা সহজ সুরে সহজ কথা দিয়ে;
সিংহ বাঘে মিলে
নাইতে যাবে গরুর সাথে পদ্মপুকুর ঝিলে।
রাজা-রানীর দেশে
থাকবে সবাই হাসি-মজায়, থাকবে সবাই মিশে।"
"শুধুই মজা? ছি!
দৈত্য-দানব নাই যদি রয়, করবে রাজায় কি?
বোকাই রয়ে গেলে,
দুষ্টু লোক তো সবেই থাকে!", বেজার খুকু বলে।
সত্যি কথাই বটে,
ছোট্ট হলেও খুকুর দেখি বুদ্ধি বেদম ছোটে।
"আর ভেবো না যাও,
এবার থেকে তেমনি পাবে ঠিক যেরকম চাও।"
খুকুর মুখে হাসি,
শান্ত হলো মনটা এবে, লিখতে আবার বসি;
মনের মাঝে সাধ,
মন্দ-ভালো যাই না লিখি, শক্ত কথা বাদ।
ছোট্ট খুকু চোখ পাকিয়ে বলল আমায় তেড়ে,
"তোমার সাথে আড়ি!
কিসব লেখো ছাইপাঁশ সব সহজ ছড়া ছাড়ি,
কত্ত কঠিন লেখা -
ইশ্কুলে তো হয়না দেখি এসব বলা শেখা।"
করুণ মুখে বলি,
"আর ভুল নয়, এবার থেকে তোমার কথায় চলি;
লিখব নতুন কিছু -
সেথায় পাবে আম-কলা আর কাঁঠাল কিংবা লিচু;
সবুজ তোতা-টিয়ে,
গাইবে তারা সহজ সুরে সহজ কথা দিয়ে;
সিংহ বাঘে মিলে
নাইতে যাবে গরুর সাথে পদ্মপুকুর ঝিলে।
রাজা-রানীর দেশে
থাকবে সবাই হাসি-মজায়, থাকবে সবাই মিশে।"
"শুধুই মজা? ছি!
দৈত্য-দানব নাই যদি রয়, করবে রাজায় কি?
বোকাই রয়ে গেলে,
দুষ্টু লোক তো সবেই থাকে!", বেজার খুকু বলে।
সত্যি কথাই বটে,
ছোট্ট হলেও খুকুর দেখি বুদ্ধি বেদম ছোটে।
"আর ভেবো না যাও,
এবার থেকে তেমনি পাবে ঠিক যেরকম চাও।"
খুকুর মুখে হাসি,
শান্ত হলো মনটা এবে, লিখতে আবার বসি;
মনের মাঝে সাধ,
মন্দ-ভালো যাই না লিখি, শক্ত কথা বাদ।
Comments
Post a Comment