দাদার বিপদ

পড়ল দাদায় প্রেমের জালে,
রঙবেরঙের শরতকালে;
জানবে কি কেউ, শঙ্কা মনে,
মা-বাবা বা বন্ধুজনে।
বলল আমায়, "রাখিস গোপন,
ছড়াস যদি, পিটব তখন।
চাইনা আমি জানুক লোকে,
পোড়ারমুখো শুধুই ঠোকে।"
কিন্তু হায় রে, ভাগ্যরেখা -
বদলে নতুন যায় না লেখা;
কি কুক্ষণেই সেই দু' ছেলে
আসলো সেদিন এদিক বলে,
আর কি করা জানল সবই,
ভুলবে কি আর ভবের ভবী।
একান ওকান পাঁচকানেতে -
ছড়িয়ে গেল হাওয়ার সাথে।
"বকল নাকি?" বন্ধু বলে,
"নন্দ ঘোষ কি তোকেই পেলে?"
বকবে কেন? এখন চুপ,
ভাবছে এ কি অন্ধকূপ!

এখন দাদা বড়ই চাপে,
উত্তেজনায় বেজায় কাঁপে,
চুলকে দাড়ি ছিঁড়ছে চুল -
হচ্ছে সবাই চক্ষুশূল।


Comments

Popular posts from this blog

A three-day affair with Mexico City

An African Diary : A marvellous journey inside the Maasai Mara

অভ্যেস