হত্যা
রাত তখন ঐ দশটা হবে,
একলা মেয়ে সে ফিরছে ঘরে;
সুন্দরী আর স্বাস্থ্যবতী -
কামুক পুরুষ লুফেই নেবে,
অভিজ্ঞ চোখ যাচাই করে।
কুয়াশা ধীরে রাস্তা ভরে,
ল্যাম্পপোস্টে আবছা আলো;
এগিয়ে চলি এক পা-দু' পা -
দেখতে লাগি দু'চোখ ভরে,
সত্যি এ মেয়ের গড়ন ভালো।
নির্জন পথ, শীতের রাত-
কুকুরগুলোও গভীর ঘুমে,
হঠাৎ দেখি চার মস্তান -
বাড়ায় তারা হিংস্র হাত-
হতভাগী আজ পুড়বে কামে।
আড়াল থেকে দেখতে থাকি
চারজনেতে ঘিরে ধরে,
শীতের রাতে উষ্ণ দেহ -
আর কিছু না রাখল বাকি,
তৃপ্ত দেহ ক্ষণিক পরে।
এগিয়ে দেখি সব পালালে,
দু'খানা শরীর, রক্ত ঝরে।
চমকে দেখি দ্বিতীয়টাকে -
গভীর ক্ষত হৃদয়জালে -
নিহত বিবেক রইল পড়ে।
একলা মেয়ে সে ফিরছে ঘরে;
সুন্দরী আর স্বাস্থ্যবতী -
কামুক পুরুষ লুফেই নেবে,
অভিজ্ঞ চোখ যাচাই করে।
কুয়াশা ধীরে রাস্তা ভরে,
ল্যাম্পপোস্টে আবছা আলো;
এগিয়ে চলি এক পা-দু' পা -
দেখতে লাগি দু'চোখ ভরে,
সত্যি এ মেয়ের গড়ন ভালো।
নির্জন পথ, শীতের রাত-
কুকুরগুলোও গভীর ঘুমে,
হঠাৎ দেখি চার মস্তান -
বাড়ায় তারা হিংস্র হাত-
হতভাগী আজ পুড়বে কামে।
আড়াল থেকে দেখতে থাকি
চারজনেতে ঘিরে ধরে,
শীতের রাতে উষ্ণ দেহ -
আর কিছু না রাখল বাকি,
তৃপ্ত দেহ ক্ষণিক পরে।
এগিয়ে দেখি সব পালালে,
দু'খানা শরীর, রক্ত ঝরে।
চমকে দেখি দ্বিতীয়টাকে -
গভীর ক্ষত হৃদয়জালে -
নিহত বিবেক রইল পড়ে।
eta khub bhalo...
ReplyDelete