ফেরা
ফিরছি ঘরে, বিকেল পরে, পায়ের নিচে শুষ্ক পাতা;
হিমেল হাওয়ায়, রৌদ্র ছায়ায়, কোকিল রচে জীবনগাথা।
ফিরছি ঘরে, দুচোখ ভরে, লাল সবুজ আর হলুদ রঙে;
ভাসল ভেলা, পড়ল বেলা, হেমন্তরাগ লাগল বনে।
ফিরছি ঘরে, মাথার 'পরে দু-চার কুচি শিশিরকণা;
ঝোপের ফাঁকে, চাইছে ও কে, ছোট্ট দেখি কুকুরছানা।
ফিরছি ঘরে, দেখছি দূরে, দুইজনেতে প্রেমেই মাতে;
গাছের কোণে, সঙ্গোপনে, আলিঙ্গনের উষ্ণতাতে।
ফিরছি ঘরে, এ কোন ফেরা, মনমাঝি গায় বিষাদ-সুর;
দূর এ দেশে, দিনের শেষে, ঘর কোথা হে, অচিনপুর।
ফিরছি তবু, ফিরতে হবে, সামনে চেয়ে নির্নিমেষ;
মনখারাপের আগল খুলে, একলা ঘরেই গড়ব দেশ।
গোধূলিবেলায়, রঙের খেলায়, রামধনুতে তোমার মুখ;
স্বপ্ন গড়ে, ফিরছি ঘরে, জীবন শুধু অলীক সুখ।
হিমেল হাওয়ায়, রৌদ্র ছায়ায়, কোকিল রচে জীবনগাথা।
ফিরছি ঘরে, দুচোখ ভরে, লাল সবুজ আর হলুদ রঙে;
ভাসল ভেলা, পড়ল বেলা, হেমন্তরাগ লাগল বনে।
ফিরছি ঘরে, মাথার 'পরে দু-চার কুচি শিশিরকণা;
ঝোপের ফাঁকে, চাইছে ও কে, ছোট্ট দেখি কুকুরছানা।
ফিরছি ঘরে, দেখছি দূরে, দুইজনেতে প্রেমেই মাতে;
গাছের কোণে, সঙ্গোপনে, আলিঙ্গনের উষ্ণতাতে।
ফিরছি ঘরে, এ কোন ফেরা, মনমাঝি গায় বিষাদ-সুর;
দূর এ দেশে, দিনের শেষে, ঘর কোথা হে, অচিনপুর।
ফিরছি তবু, ফিরতে হবে, সামনে চেয়ে নির্নিমেষ;
মনখারাপের আগল খুলে, একলা ঘরেই গড়ব দেশ।
গোধূলিবেলায়, রঙের খেলায়, রামধনুতে তোমার মুখ;
স্বপ্ন গড়ে, ফিরছি ঘরে, জীবন শুধু অলীক সুখ।
Comments
Post a Comment