তিস্তা

আজ বরষার বাদলধারায় পড়ছে শুধুই মনে,
কান্না-হাসি-গল্প-মজা নিত্য তোমার সনে,
স্কুল পালিয়ে হঠাৎ কোনো শান্ত বিকেলবেলা -
অস্ত যাবে সূর্য যখন, তোমার সিঁদুরখেলা;
একলা দুপুর তোমার সাথে শহর ছেড়ে দূরে -
বইত ও মন যখন-তখন ভাটিয়ালির সুরে।
তোমার সাথে শৈশবটা ষোলো আনাই খাঁটি,
হারিয়ে গেল হঠাৎ করেই গন্ধ সোঁদা-মাটি।
বাজত যেমন জলতরঙ্গ বৃষ্টিমুখর দিনে,
পাইনা হেথায় এ পরবাসে, তিস্তা, তোমা বিনে।
আজ বৃষ্টির শব্দ শুনি চক্ষুদুটি বুজে,
স্ব্পনমাঝে বেড়াই শুধু ইষ্টিকুটুম খুঁজে।

Comments

Popular posts from this blog

A three-day affair with Mexico City

An African Diary : A marvellous journey inside the Maasai Mara

অভ্যেস