শুরুর কবিতা
সেদিন শীতের খুব সকালে, কাক-পাখি সব নিদ্রাজালে;
এমন সময় হঠাৎ করেই ভাঙল আমার ঘুম।
অলস পায়ে শয্যা ছেড়ে, প্রাতঃকর্ম প্রথম সেরে;
যেইনা তাকাই আয়্নাপানে, সব শান্তি গুম।
চুল পেকেছে কানের পাশে, আয়না যেন নীরব হাসে -
'বয়স হলো, আর ছোটো নও, এবার কিছু করো। '
এক-দুই-তিন গুনতে বসি, খুব যত্নে হিসেব কষি,
দশ-কুড়ি নয়, পাক্কা পঁচিশ বছর গেলো মোর-ও।
অভিজ্ঞতার ভাঁড়ারখানি খুব ছোটো নয় দিব্যি জানি,
সাতসতেরো ভাবতে বসি, কোথায় কাকে বলি;
সঙ্গে কোটি ভাবনা-চিন্তা নাচছে মনে তা-ধিন-ধিনতা
সমাজ-বদল, চলচ্চিত্র কিংবা গানের কলি।
সন্দেহ হয় বুঝবে কি কেউ, বাপ-মা-দাদা-বন্ধু বা বউ,
সাতপাঁচিয়ে ভাবলে দেখি, লেখাই তুরুপ-তাস;
ডায়েরীখানি ভরতে থাকি, আর যেটুকু জীবন বাকি,
তোমরা যদি একটু বোঝো, মনের মাঝে আশ।
এমন সময় হঠাৎ করেই ভাঙল আমার ঘুম।
অলস পায়ে শয্যা ছেড়ে, প্রাতঃকর্ম প্রথম সেরে;
যেইনা তাকাই আয়্নাপানে, সব শান্তি গুম।
চুল পেকেছে কানের পাশে, আয়না যেন নীরব হাসে -
'বয়স হলো, আর ছোটো নও, এবার কিছু করো। '
এক-দুই-তিন গুনতে বসি, খুব যত্নে হিসেব কষি,
দশ-কুড়ি নয়, পাক্কা পঁচিশ বছর গেলো মোর-ও।
অভিজ্ঞতার ভাঁড়ারখানি খুব ছোটো নয় দিব্যি জানি,
সাতসতেরো ভাবতে বসি, কোথায় কাকে বলি;
সঙ্গে কোটি ভাবনা-চিন্তা নাচছে মনে তা-ধিন-ধিনতা
সমাজ-বদল, চলচ্চিত্র কিংবা গানের কলি।
সন্দেহ হয় বুঝবে কি কেউ, বাপ-মা-দাদা-বন্ধু বা বউ,
সাতপাঁচিয়ে ভাবলে দেখি, লেখাই তুরুপ-তাস;
ডায়েরীখানি ভরতে থাকি, আর যেটুকু জীবন বাকি,
তোমরা যদি একটু বোঝো, মনের মাঝে আশ।
Comments
Post a Comment